টঙ্গীবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসি খুশি ক্লাব আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জমকালো ফাইনাল খেলা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলার মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
হাসিখুশি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন বেপাড়ীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠক অনিক শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান সেন্টু মেম্বার, মেহেদী হাসান মিন্টু, হাজী মজিবর শেখ, মিরাজ শেখ রানা, মো. মোসলেম শেখ, আ. সত্তার শেখ, বিল্লাল মাদবর, আলমাছ বেপারী, আবু বাক্কার শেখ, নুর ইসলাম খাজা, সাইফুল ইসলাম, জশিম মোল্লা। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. হাসান শেখ, মিলন শেখ, হান্নান হাওলাদার, নুর হোসেন মৃধা, মো. আরিফ শেখ, লিটন মাদবর, মুক্তার হোসেন শেখ, ওমর ফারুক, হৃদয় বেপারী, আশিক বেপারী, আরিফ শিকদার, আরাফাতসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
খেলায় দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। মাঠজুড়ে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকরা বারবার করতালিতে ফেটে পড়েন। নির্ধারিত সময় শেষে বিজয়ী দলের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও পরাজিত দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।
অতিথিরা বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
কেকে/লআ