গাজীপুরের কালীগঞ্জে সমলয় চাষাবাদের আওতায় বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে ৫০ একর জমি নিয়ে এ কার্যক্রম চলছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৫০ একর জমিতে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের জন্য ৬০০ কেজি ধানের বীজ এবং ৪,৫০০ ট্রে বিতরণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে ট্রেতে কাদা মাটি ভরাট, বীজ বপন, জৈব সার প্রয়োগ এবং বীজতলা পলিথিনে মুড়িয়ে সুরক্ষার কাজ করছেন।
কৃষকরা জানান, ট্রেতে বীজতলা করলে চারা সতেজ থাকে এবং রোপণ করলে ফলন ভালো হয়। যন্ত্রের সাহায্যে সমলয় চাষে সময় ও খরচ কমে যায়, যা কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।
উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম বলেন, সমলয় চাষাবাদের মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ বাড়ানো এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এটি কৃষি শ্রমিক সংকট মোকাবেলায় সহায়ক এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি করছে।
কেকে/এএম