রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (রেজা) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ চলছে। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ছয়টি পদে আইইবি'র দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম বলেন, নির্বাচনের পরিবেশ খুবই শান্তিপূর্ণ। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, ছয়টি পদের জন্য মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন-
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. ফিরোজ আহমেদ, মো. নুর ইসলাম তুষার, মো. হারিসুর রহমান এবং মো. আওলাদ হোসেন বাচ্চু।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. আহসান হাবিব লেলিন এবং মো. আব্দুল মমিন তালুকদার প্রিন্স।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. সাজ্জাদুল হক ফারুকী (সোহেন) এবং মো. জাকির হাসান সুমন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. শরিফুল ইসলাম পিইঞ্জ এবং মো. নূর আলম লালন।
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কে এম ফরহাদুল ইসলাম মিরন এবং মো. জহুরুল ইসলাম জনি।
প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. সাজেদুর রহমান সাজু এবং মো. আল আমিন সোহাগ।
কেকে/এআর