রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ। নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ছয়টি পদে আইইবি'র দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।শুক্রবার (২১ নভেম্বর)রাজধানী রমনায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷
আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল জানান, ছয়টি পদের জন্য মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৪১৬ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন, এরমধ্যে ৮৭ জন ভোটার অনলাইনে ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. মাহাবুবুল আলম জানান, নির্বাচনের সকল প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করা হয়েছে এবং হবে।
উল্লেখ্য, রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন
সংগঠনটি ২০২২ সালে ২৭ সদস্য নয় সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে যাত্রা শুরু করেছিল।
নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আইইবির প্রকৌশলীসহ বুয়েট, কুয়েট, চুয়েট এবং ডুয়েট এর প্রাক্তন ছাত্রদলের নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি বছর ২৯ আগস্টে সংগঠনটির পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য একটি আহ্বায়ক কমিটির গঠিত হয়েছিল।
কেকে/এআর