বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে নির্বাচনী পুনঃতফসিল ঘোষণা করেছে ব্রাকসু নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ২৪ ডিসেম্বর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: শাহ্জাহান।
নির্বাচন কমিশন জানায়, আচরণ বিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ ১৮ নভেম্বর। নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২২ নভেম্বর শনিবার। ভোটার তালিকার বিষয়ে আপত্তি ও নিষ্পত্তি গ্রহণ জানানোর তারিখ ২৪ নভেম্বর দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ২৭ নভেম্বর। ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩ ডিসেম্বর বেলা ৪টা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৪ ও ৬ ডিসেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৭ ডিসেম্বর। প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি গ্রহণ ৮ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৯ ডিসেম্বর বিকাল ৪টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর।
এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ২৪ ডিসেম্বর ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ব্রাকসু নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে নির্বাচন ২৯ ডিসেম্বর তারিখ নির্ধারণ করলে শিক্ষার্থীরা ওই তারিখ প্রত্যাখ্যান করে এবং নির্বাচন এগিয়ে নিয়ে আসার দাবি করেন। ফলে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ব্রাকসুর নির্বাচনী পুনঃতফসিল ঘোষণা করে ব্রাকসু নির্বাচন কমিশন।
কেকে/এজে