কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাথে যশোর ৬ আসনে ধানের শীষের প্রার্থী রওনোকুল ইসলাম শ্রাবণ প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি মশিয়ার রহমান, উপজোলা বিএনপির সহ সভাপতি কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন।
স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন ও ইকবাল হোসেনের সঞ্চালননায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কমিটির নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী শ্রাবণ বলেন, সকল ভেদাভেদ ভুলে এ আসনটি আমরা উদ্ধার করে দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিতে চাই।
কেকে/লআ