বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, পতিত আওয়ামী লীগ ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে নির্বাচন বন্ধ করার। ঢাকা শহরে দুই চারটি গাড়িতে আগুন দিয়ে, নাশকতা করে, ককটেল ফাটিয়ে নির্বাচন বন্ধ করতে চায়। কিন্তু যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বন্ধ বা বানচাল করার ক্ষমতা কারো নেই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে মরহুম আফাজউদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে কোর্টে একটি রায় হয়েছে, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। রায় কার্যকর হলে মানুষ আরও স্বস্তি পাবে।
আমান উল্লাহ আমান বলেন, শুধু এটা নয় আরও অনেক বিচার রয়েছে, সেগুলোর বিচারও শুরু হয়েছে। এসব বিচারের মাধ্যমে দেশের মানুষ শান্তি পাবে। তাই আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা দেশের স্বার্থে ও জাতির স্বার্থে জরুরি। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি হাজী রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহসভাপতি কামাল মাহমুদ, সাধারণ সম্পাদক আবু বকর, সাবেক চেয়ারম্যান হাজী সলিমুল্লাহ, যুবায়ের আহমদসহ অনেকে।
কেকে/লআ