কুমিল্লায় পানিতে ডুবে আরিয়ান ও সাদিয়া নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আরিয়ান ও সাদিয়া আপন দুই ভাই আহসান হাবীব ও সালাহউদ্দিনের সন্তান। সম্পর্কে দুই শিশু চাচাতো–জেঠাতো ভাইবোন। বিষয়টি নিশ্চিত করেন তাদের চাচা মোসলেম মিয়া।
স্থানীয়রা ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, সকালে বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে খেলার ছলে দুজনই পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও তাদের পাওয়া যায়নি। পরে পাশের বাড়ির আলমগীরের স্ত্রী ফারজানা বেগম পুকুরের উত্তর পাড় দিয়ে যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”
কেকে/ আরআই