বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
প্রযুক্তি
বিদেশ থেকে ফোন এনেছেন, জেনে নিন নিবন্ধনের উপায়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:০৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে অবৈধ মোবাইল ফোন বা হ্যান্ডসেটের বিস্তার রোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে সরকার আগামী ১৬ ডিসেম্বরে থেকে দেশে সকল প্রকার অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার ঘোষণা দিয়েছে। 

অর্থাৎ, যেসব মুঠোফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নাম্বার অবৈধ (ক্লোন), সেগুলো ১৬ ডিসেম্বর থেকে দেশের কোনো মোবাইল নেটওয়ার্কে আর সচল থাকবে না।

উল্লেখ্য, আইএমইআই নাম্বার হচ্ছে মুঠোফোন শনাক্তকরণ নাম্বার। বিশ্বের প্রতিটি মোবাইল ফোন বা হ্যান্ডসেটেরই অন্তত একটি করে আইএমইআই নাম্বার থাকে, যার মাধ্যমে একটি ফোনকে অন্য ফোন থেকে আলাদা করা যায়।

অবৈধ মোবাইল ফোন বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকার ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর নামের নতুন একটি প্ল্যাটফর্ম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।

অর্থাৎ, এনইআইআর নামের নতুন এই প্ল্যাটফর্ম তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে অনুমোদনহীন এবং অবৈধ উপায়ে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেট সরিয়ে ফেলা। পাশাপাশি অনুমোদিত, মানসম্মত এবং বিদেশ থেকে বৈধভাবে আমদানিকৃত মুঠোফোনগুলোকে সঠিক ও বৈধ উপায়ে দেশের বিদ্যমান মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া।

নিবন্ধন করতে হবে বিদেশ থেকে আনা মোবাইল ফোনও

বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে কেনা বা উপহার পাওয়া একটি মোবাইল ফোন প্রাথমিকভাবে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল হবে। তবে পরবর্তীতে অবশ্যই এই ফোনগুলোর নিবন্ধন করে নিতে হবে। কেননা বিদেশ থেকে আনা ফোন নিবন্ধন ব্যতীত দীর্ঘদিন দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বিটিআরসি।

প্রাথমিকভাবে সচল হওয়ার পর ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে। এরপর গ্রাহকের দাখিলকৃত সকল তথ্য যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র বৈধ ফোনগুলোই নেটওয়ার্কে সচল থাকবে। 

নিবন্ধন প্রক্রিয়া

এবারে চলুন বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা ফোনের অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক: 

১। গ্রাহককে প্রথমেই এনইআইআর পোর্টালে (neir.btrc.gov.bd) যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।

২। এবারে পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন (Special Registration) সেকশনে গিয়ে মুঠোফোনের আইএমইআই নম্বর দিতে হবে।

৩। এই পর্যায়ে প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি যেমন: পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ফোনটি ক্রয়ের রশিদ ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে চাপ দিতে (প্রেস করতে) হবে।

৪। হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তবে বৈধ না হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে এবং ফোনটিকে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। 

মোবাইল ফোন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রাহক চাইলে তার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের গ্রাহক সেবাকেন্দ্রের (কাস্টমার কেয়ারের) সহায়তাও নিতে পারবেন। 

বিদেশ থেকে নিয়ে আসা ফোনের অনলাইন নিবন্ধনে কী কী কাগজপত্র প্রয়োজন হয়?

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া তথ্য অনুযায়ী নিম্নোক্ত কাগজপত্র বা ডকুমেন্টস অনলাইনে জমা দিতে হবে বা আপলোড করতে হবে:

১। পাসপোর্টের ব্যক্তিগত তথ্যসম্বলিত পাতার স্ক্যান বা ছবি। 

২। পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া দেশে আগমনের সিলযুক্ত পাতার স্ক্যান বা ছবি। 

৩। মোবাইল ফোন ক্রয়ের রশিদের স্ক্যান বা ছবি (ফোনটি যদি নিজে কিনে থাকেন)।

৪। কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্রের স্ক্যান বা ছবি (একটির বেশি হ্যান্ডসেট নিয়ে এলে)।

৫। উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র (ফোনটি উপহার পেয়ে থাকলে)। 

এয়ারমেইলে প্রাপ্ত হ্যান্ডসেট নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 

১। প্রেরকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্যসম্বলিত পাতা অথবা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান বা ছবি (প্রযোজ্য ক্ষেত্রে)।

২. প্রাপকের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান বা ছবি।

৩. হ্যান্ডসেট ক্রয়ের রশিদের স্ক্যান বা ছবি। 

৪. শুল্ক প্রদানের রসিদের স্ক্যান বা ছবি (একটির বেশি ফোনের ক্ষেত্রে প্রযোজ্য)।

বিদেশ থেকে কয়টি ফোন দেশে আনা যায়?

ব্যক্তিপর্যায়ে বিদেশ থেকে ফোন নিয়ে আসার ক্ষেত্রে মেনে চলতে হবে ব্যাগেজ রুলস (আমদানি বিধিমালা)। 

বাংলাদেশের বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে ফেরার সময় নিজের ব্যক্তিগত ১টি ফোন (যেটা আগে থেকে ব্যবহার করতেন) ছাড়া আর একটি ফোন বিনা শুল্কে দেশে আনতে পারবেন। আর শুল্ক দেওয়া সাপেক্ষে আনতে পারবেন আরও একটি অতিরিক্ত ফোন। 

অর্থাৎ, বিদেশ থেকে আগত বাংলাদেশিরা নিজের ব্যক্তিগত ফোনটি ছাড়া সর্বোচ্চ একটি ফোন বিনা শুল্কে, এবং অতিরিক্ত আর একটি ফোন শুল্ক দিয়ে দেশে নিয়ে আসতে পারবেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বিদেশ থেকে ফোন   নিবন্ধনের উপায়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close