দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রতিযোগিতাপূর্ণ বাজারেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির রাজস্বে মাসিক ১০ শতাংশ প্রবৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
টেলিটকের বর্তমান উপদেষ্টা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দায়িত্বে আসার পর কোম্পানির রাজস্ব প্রায় ৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং নেটওয়ার্ক সেবার মান অর্জন করেছে নতুন উচ্চতা।
গত পাঁচ মাসে টেলিটক ১৪১২টি বেস স্টেশনকে ফোরজি আপগ্রেড করেছে, যার ফলে মোট সক্রিয় ফোরজি সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩২২টি। পাশাপাশি আরো ৩,০০০ নতুন বেস স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা জানিয়েছেন, টেলিটকের বর্তমান নেটওয়ার্ক এখন আগের তুলনায় উন্নত ও স্থিতিশীল। এমনকি বিদ্যুৎ চলে গেলেও নেটওয়ার্ক অচল হয় না, যা ব্যবহারকারীদের আস্থা বাড়িয়েছে।
টেলিটকের কর্মকর্তারা জানান, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে তারা সবাই একসাথে সমন্বিতভাবে কাজ করছেন, যার ফলে প্রতিষ্ঠানটি সাফল্যের মুখ দেখছে। তাদের বিশ্বাস, এই গতিধারাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।
সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য বাস্তবায়নে টেলিটক ইতোমধ্যেই একটি বিশ্বস্ত জাতীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। উন্নত নেটওয়ার্ক, নিরাপদ ডেটা ব্যবস্থাপনা এবং গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের টেলিযোগাযোগ খাতে গর্বের প্রতীক হিসেবে নিজের অবস্থান শক্ত করছে।
কেকে/এআর