বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. কামাল উদ্দিনের হাতে ১৮ লাখ টাকার চেক তুলে দেন।
চেক গ্রহণের সময় মো. কামাল উদ্দিন বলেন, “জেলা প্রশাাসক শামীম আরা রিনি এবং অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হকের আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতায় আমি এই চেক পেয়েছি এবং এই চেক হাতে পেতে আমাকে একটি টাকাও অনৈতিকভাবে প্রদান করতে হয়নি কাউকে।”
তিনি প্রশাসনের আন্তরিকতার কথা তুলে ধরে সাধারণ জনগণ যাতে ভবিষ্যতে সহজেই ক্ষতিপূরণের চেক নিতে পারে, সেজন্য সহযোগিতার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, “দীর্ঘদিন পরে একটি এল. এ মামলার নিস্পত্তি হলো আর তার মাধ্যমে বান্দরবানের রুমা উপজেলার ৩৬৬নং সেংগুম মৌজার মৃত সুবেদার জাফর আহমেদের ছেলে মো. কামাল উদ্দিনের হাতে আজ জেলা প্রশাসক শামীম আরা রিনি অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ১৮ লাখ টাকার চেক প্রদান করেন।”
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. মাহাবুব আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই