বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদে পানির ফিল্টার স্থাপন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদে নতুন পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবি কাজী নজরুল ইসলাম ভবনে উপস্থিত ছিলেন অনুষদের ডিন প্রফেসর মামুনার রশিদ আনুষ্ঠানিকভাবে ফিল্টারটির উদ্বোধন করেন।

এ সময় একাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর রাফিয়া আকতার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহানাজ পারভীন এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শিক্ষার্থীরা অনুষদে সুপেয় পানির ফিল্টার, ক্যাফেটেরিয়া ও স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের আবেদন করেছিলেন। বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দেন অনুষদের ডিন। সেই প্রেক্ষিতে মার্কেটিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আমান কুমার আগারওয়ালা তাদের নোহা গ্রুপের পক্ষ থেকে অনুষদে পানির ফিল্টার উপহার দেন।

ডিন প্রফেসর মামুনার রশিদ বলেন, “শিক্ষার্থীরা পূর্বে আমাদের কাছে তাদের কিছু চাহিদার বিষয় জানিয়ে আবেদন করেছিলো। আমরা সেই বিষয় বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলাম এবং তাদেরকেও এই বিষয়ে কাজ করতে বলেছিলাম। মার্কেটিং বিভাগের আমান কুমার একটি পানির ফিল্টার উপহার দিয়েছে। নিঃসন্দেহে এটি অনেক প্রশংসনীয়। এভাবে অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীরা এগিয়ে এলে আরও ভালো কিছু করা সম্ভব।”

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম বলেন, “শিক্ষার্থীরা ডিন মহোদয় বরাবর আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে পানির ফিল্টার ম্যানেজের জন্য বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে বলেছিলাম।  পরবর্তীতে তাদেরই এক বন্ধু আমার বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আমান কুমার আগারওয়ালা পানির ফিল্টারটি দিয়েছে। তাকে এবং তার কোম্পানিকে অনুষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।”

শিক্ষার্থীরা ফিল্টারটি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মার্কেটিং বিভাগের ২০ ব্যাচের নাঈম ইসলাম সংগ্রাম বলেন, “আমরা জানি পানির অপর নাম জীবন। দীর্ঘদিন যাবৎ আমাদের অনুষদে সুপেয় পানির অভাব ছিল। সেই অভাববোধ থেকে আমরা  অনুষদের মাননীয় ডিন বরাবর পানির ফিল্টার, ক্যাফেটেরিয়া এবং নারীদের স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিং মেশিন চেয়ে আবেদন করি। আমাদের আবেদনকে বিভাগের ডিন ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের বন্ধু আমান কুমার আগারওয়ালার সাথে কথা বলি। সে আমাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়ে অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দের ইতিবাচক কাজকে সহজ করার জন্য একটি পানির ফিল্টার উপহার দেওয়ার আশ্বাস দেন। যা আজ বাস্তবে রূপ পেলো। পানির ফিল্টার স্থাপনের মাধমে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীরা এবং কর্মচারীরা সুপেয় পানি পান করতে পারবেন। আমাদের অনুষদের ডিন প্রফেসর মামুনার রশিদ, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম, বন্ধু আমান কুমার আগারওয়ালা এবং তার নোহা কোম্পানি ধন্যবাদ না দিলেই নয়। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২৩ ব্যাচের ফাহমিদ তানজিম ফাহিমও বলেন, “আমাদের অনুষদে পানি পানের জন্য সুপেয় পানির যথেষ্ট অভাব ছিল। সেই অভাববোধ থেকে সংগ্রাম ভাইয়ের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে তিনিসহ অন্যান্য সিনিয়র ভাই আমার আরও বন্ধুরা মিলে আমরা ডিন বরাবর আবেদন করি। আমাদের আবেনটি আমলে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন। আজকে সেই নতুন পানির ফিল্টারের উদ্বোধন হলো। বিভাগের ডিন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক এবং আমান কুমার ভাই ও তার কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   বিজনেস স্টাডিজ   ফিল্টার স্থাপন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close