যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস: সাসটেইনেবিলিটি ২০২৬। এতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং সরকারি–বেসরকারি সব মিলিয়ে দেশে পঞ্চম স্থান অর্জন করেছে।
বুধবার (১৮ নভেম্বর) কিউএস-এর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞানী ও উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে। দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরে তার নেতৃত্বে গাকৃবি ধারাবাহিকভাবে একাধিক সাফল্য দেখিয়েছে, যার নতুন সংযোজন এই র্যাংকিং।
এ বছর বিশ্বব্যাপী ১হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে ২২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। জাতীয় তালিকায় গাকৃবি ঠিক উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইতিপূর্বেও বিভিন্ন কিউএস র্যাংকিংয়ে গাকৃবি ভালো অবস্থান ধরে রেখেছে।
উপাচার্য অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, “কিউএস সাসটেইনেবিলিটি র্যাংকিং ২০২৬–এ এই সাফল্য কোনো সংখ্যা নয়; এটি গাকৃবি পরিবারের প্রতিটি সদস্যের সততা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের সম্মিলিত ফসল। আমরা এখানেই থেমে থাকব না। কৌশলগত ও দূরদর্শী উদ্যোগের মাধ্যমে আগামীদিনে কিউএসসহ অন্যান্য বৈশ্বিক র্যাংকিংসয়ে বিশ্বের শীর্ষ ১০০–২০০–তে অবস্থান এবং দেশে এক নম্বর বিশ্ববিদ্যালয় হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “প্রায় দুই হাজার বৈশ্বিক প্রতিষ্ঠানের মধ্যে এই অবস্থান গাকৃবির জন্য এক ঐতিহাসিক অর্জন। কৃষিনির্ভর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের ওপর। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেই ভবিষ্যৎ আলোকিত করতে আরও বদ্ধপরিকর।”
উল্লেখযোগ্যভাবে, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংস ২০২৫ ও ২০২৬–এ বিভিন্ন সূচকে সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি, ২০২৫ সালের ডব্লিউইউআরআই র্যাংকিংয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বে ৭৭তম স্থান লাভ করে, যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।
কেকে/ আরআই