আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবিতে রিক্সা মিছিল করেছে স্থানীয় রিক্সা শ্রমিক ইউনিয়ন।
বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে হরিদেবপুর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে থাকা রিক্সা চালকরা বলেন, হাসান মামুন তাদের সুখে–দুঃখে পাশে থাকেন এবং নিয়মিত খোঁজখবর নেন। দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারেনি, এবার তারা একজন সৎ ও জনগণের নেতাকে ভোট দিতে চান। তারেক রহমান যেন তাকে পটুয়াখালী–৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেন—এটাই তাদের প্রত্যাশা। তারা তাকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রস্তুত।
মিছিল শেষে হরিদেবপুর স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। যেখানে স্থানীয় শ্রমিক দল ও রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
কেকে/ আরআই