গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই গোডাউনের মালামালসহ পাশে থাকা তিনটি গবাদিপশু।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে।
খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় ১২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ঘটনায় ঝুট গোডাউন মালিক, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, রাত ১২ টার দিকে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং গুদামের ভেতরে থাকা সব ঝুট মালামাল পুড়ে যায়। এছাড়া গুদামে থাকা তিনটি গরুও আগুনে পুড়ে মারা যায়। এতে ঝুট গোদাম ও গবাদি পশুসহ প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসায় কেউ আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তিনি।
আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস এম ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, রাত ১২টার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এখন দুপুর ১ টা বাজে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
কেকে/এআর