মোহাম্মদ মুশফিকুর রহিম। বাংলাদেশি উইকেটরক্ষক ও ব্যাটার। জন্ম ৯ মে, ১৯৮৭। বগুড়ার মাটিতে জন্ম নেওয়া এ ক্রিকেটারের ১৯ নভেম্বর একটি স্মরণীয় দিন। কারণ এদিন তিনি তার ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবেন। খেলাটি হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যে ঢাকার মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ড শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মুশফিক বাংলাদেশি ক্রিকেটার এবং তিন ফরম্যাটে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন এবং ২০১৪ পর্যন্ত ধারাবাহিকভাবে অধিনায়ক ছিলেন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক ও মাঝারিসারির ব্যাটার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন।
৪ সেপ্টেম্বর, ২০২২ তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন এবং ২০২৫ সালের মার্চ মাসে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন।
মুশফিকুর রহিম ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ১৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তখন তাকে একজন ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্ট ম্যাচে খেলানো হয়। ফলে তিনি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলার ইতিহাসে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লেখান। আজ ২০২৫ সালের ১৯ নভেম্বর বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম শততম টেস্ট খেলায় অংশ নেওয়া প্রথম ব্যক্তির তকমাটাও তার হবে।
মুশফিক বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণিতে উত্তীর্ণ হন। মুশফিকুর রহিমের বাবার নাম মাহবুব হাবিব ও মাতার নাম রহিম খাতুন। তিনি ২০১২ সালে তার মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় বসেছিলেন। ২৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে তিনি জান্নাতুল কিফায়াতকে বিয়ে করেন।
কেকে/ আরআই