বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ‘হাসিনার রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে এবং রায়ও কার্যকর হবে।
তিনি বলেন, ‘ছাত্র-জনতা হত্যা, হেফাজত কর্মীদের নির্বিচারে হত্যার বিচারও হবে। ভোট চুরির প্রধানমন্ত্রীকে ছাত্র-জনতা গণভবন থেকে বের করেছে। দেশের জনগণ তার দোষীদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শুধু ছাত্র-জনতা হত্যা নয়! অন্যান্য গুম-খুনের বিচারও শুরু হয়েছে, বিচার চলবে। যারা অন্যায় করেছে সবার বিচার হবে ইনশাআল্লাহ।’
কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামিউল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আলী অভি, ডা. আলিপুর পলাশ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, কলাতিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হক চান মিয়া ও সাধারণ সম্পাদক দাউদ সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
কেকে/বি