বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
রাজনীতি
বগুড়ায় দলীয় মনোনয়ন নিয়ে সংকটে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:০৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ৬:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে কাজী রফিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। তৃণমূলে অসন্তোষ, নিরবতা ও হতাশার কারণে আসনটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে, বিএনপির দীর্ঘদিনের দুর্গ হিসেবে পরিচিত এ আসনটি জামায়াত মনোনীত প্রার্থী শাহাবুদ্দিনের দিকে ঝুঁকে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

দীর্ঘ ১৬ বছর স্থানীয় নেতাকর্মীদের পাশে না থাকা, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতা, এলাকায় তেমন উপস্থিতি না থাকা—এসব কারণে প্রার্থীকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। 

স্থানীয়দের মতে, এমন একটি সংকটময় নির্বাচনি পরিবেশে মাঠের ত্যাগী নেতাদের বাদ দিয়ে দূরে থাকা একজনকে মনোনয়ন দিয়ে হাইকমান্ড সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির এক নেতা বলেন, “সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে। সবাই নিরব—এই নিরবতাই অনেক কিছু বলে দেয়। যে দুঃসময়ে নেতাকর্মীরা হামলা–মামলা মোকাবিলা করেছেন, তার মূল্যায়ন না করায় সবার মন ভেঙে গেছে।”

এ নেতা আরও বলেন, “আহসানুল তৈয়ব জাকিরসহ অনেক ত্যাগী নেতা দীর্ঘদিন মাঠে ছিলেন। অথচ যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি ১৬ বছরে মাঠে ছিলেন না, তার নামে কোনো মামলা নেই। এমন সিদ্ধান্ত নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না।”

বালুয়া ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, “২০০৬ সালের পর ১৭ বছর যিনি এলাকায় আসেননি, তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৮ সালের নির্বাচন ছাড়া তিনি কখনো আসেননি। আমাদের খোঁজখবর রাখেননি, হামলা–মামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। এ মনোনয়নে তৃণমূলের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।”

তিনি ত্যাগী নেতাদের পূর্ণ মূল্যায়নের জোর দাবি জানান।

বালুয়া ইউনিয়ন বিএনপির আরেক নেতা বলেন, “আমরা নির্যাতনের ১৭ বছর পার করেছি—হামলা, মিষ্টি মামলা, হত্যা মামলা—সব মোকাবিলা করেছি। যে প্রার্থী মনোনীত হয়েছেন তার মাঠে কোনো উপস্থিতি নেই, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগও নেই।”

এ নেতা আরও বলেন, “বহিষ্কৃতদের নিয়ে প্রোগ্রাম করেন, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা আছে—এমন অভিযোগ আছে। আমরা এমন ‘আওয়ামীপন্থী পূর্ণাসন’ মেনে নিতে পারি না। আমরা ধানের শীষের পক্ষেই আছি, কিন্তু হাইকমান্ড যেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করে।”


২৩৭ আসনে মনোনয়ন ঘোষণার পর বেশ কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিবেচনার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে, বগুড়া-১ আসনের নেতাকর্মীরাও আশাবাদী এই আসনটি পুনর্বিবেচনা হবে। স্থানীয়রা মনে করছেন, মাঠে থাকা, ত্যাগী ও নিবেদিত নেতাদের মূল্যায়ন করলে এই আসনে বিএনপি আবারও বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বগুড়ায   দলীয় মনোনয়ন   সংকট   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close