চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক নম্বর রাজানগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ঘাগড়াকুলের আলোচিত মাদক সম্রাট আজিজুল হক ওরফে জলইক্যার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৭ নভেম্বর) ঘাগড়াকুল তৈয়্যবিয়া কেএ সুন্নিয়া মহিলা মাদরাসার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় জনতা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে নম্বরবিহীন মোটরবাইকে চলাচল করা সন্দেহভাজন দুই চাকমা যুবককে আটক করেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, জলইক্যার কাছ থেকে গাঁজা সংগ্রহ করার জন্য এসেছিল। পরবর্তী তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উত্তেজিত জনতা জলইক্যার একটি মাদক আস্তানায় হানা দিলে গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামের সন্ধান পাওয়া যায়। ক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে ওই আস্তানায় আগুন ধরিয়ে দেয়। পরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জলইক্যার বাড়িতে গেলে সে ধানক্ষেত দিয়ে পালিয়ে গেলেও তার সহযোগী একজনকে আটক করা হয়।
এ সময় দুই যুবককে আটক করে এলাকাবাসী, যাদের একজন নিজেকে বায়েজিদ থানা পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেন। ঘর তল্লাশিতে ‘বোন’ ও ‘ভাতিজি’ পরিচয়ে দুই নারীকে পাওয়া যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় আটক হওয়া আরেক নারীও মাদকচক্রের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া যায়। বাড়ির পাশের বিলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা আরও বেশ কিছু মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করেন এলাকাবাসী। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত জলইক্যা ও তার সহযোগীদের গ্রেফতারের জোর দাবি জানান। পাশাপাশি তাকে স্বপরিবারে এলাকাবাসীর পক্ষ থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
তারা অভিযোগ করেন, অতীতে একাধিকবার তাকে পুলিশের হাতে সোপর্দ করা হলেও কিছু দিনের মধ্যেই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় শুরু করেন তিনি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জলইক্যাকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মাদরাসার সভাপতি শফিউল আহমদ, জেলা যুবদল নেতা শাহেদ কামাল তালুকদার, ইউছুপ কামাল তালুকদার, জাহেদুল আলম চৌধুরী, রেজাউল করিম সওদাগর, আব্দুল মান্নান রনি, সিরাজুল ইসলাম, রাজানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, মাসুদ চৌধুরী, মাদরাসার সুপার মাওলানা আব্দুল খালেক, রেজাউল করিম, কাজী মহিউদ্দিন, কামরুল ইসলাম পারভেজ, জসিম উদ্দিন লিটন, মুহাম্মদ বাবর হোসাইন।
এলাকাবাসীর দাবি—রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে জলইক্যা ও তার পুরো চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
কেকে/এমএ