টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) টাঙ্গাইল সন্তোষে অবস্থিত তার মাঝারে ফুল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির পক্ষ থেকে দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস-চেয়ারম্যান এডভোকেট আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গণঅধিকার পরিষদের পক্ষে দলটির সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসুদ।
এছাড়া ভাসানীর পরিবার, টাঙ্গাইলের বিভিন্ন স্কুল, কলেজ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
কেকে/এমএ