কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বসন্তপুর বড় বাড়ির মৃত আকবর আলীর স্ত্রী রাহেলা বেগম এবং তার ছোট ছেলে কামাল হোসেন। হত্যাকাণ্ডের অভিযুক্ত বিল্লাল হোসেন নিহত রাহেলা বেগমের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, অভিযুক্ত বিল্লাল ও নিহত কামালের মধ্যে দীর্ঘদিন জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে বিল্লাল বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করলে প্রতিবাদ করেন কামাল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিল্লাল কামালের ওপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে। ধস্তাধস্তির আওয়াজ শুনে রাহেলা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। তার ছোট ভাই মাদক ব্যবসা বাধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।”
কেকে/ আরআই