কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গ্রামের আ.লীগের সাবেক ওয়ার্ড সহ-সভাপতি জসিম মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে পাগলশী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা এবং ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময় বিএনপি’র কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, গ্রেফতারকৃত জসিম মিয়া স্থানীয়ভাবে একাধিক মামলার আসামি এবং রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
কেকে/বি