রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিলম্ব করছে নির্বাচন কমিশন।
রোববার (১৬ নভেম্বর) দুপুর ১টায় ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামান বরাবর শিক্ষার্থীরা দ্রুত তফসিল ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
এসময় শিক্ষার্থীরা ব্রাকসুর নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন হওয়া নিয়েও আশঙ্কা করছেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণা না হলে শিক্ষার্থীরা যা করবে—এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর ইসলাম বলেন, “তফসিল ঘোষণা না করার ফলে আমরা শিক্ষার্থীরা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। নির্বাচন হবে হবে কিনা। আমাদের দাবি এক দিনের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়। এ প্রশাসন আমাদের দাবি আদায় সর্বদা সচেষ্ট থাকবে। যদি তারা আমাদের দাবি আদায়ে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা যা করবে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।”
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “তারা (নির্বাচন কমিশন) যেন অনতি বিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে যে এই বছরের মধ্যে নির্বাচন হবে কিনা? এর আগে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছিলেন যে এ বছরের মধ্যে নির্বাচন হবে। সেই অনুযায়ী যেন যারা দায়িত্বে আছেন নির্বাচনের তারা কাজ করেন। কেননা জাতীয় নির্বাচন ঘিরে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান হবে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তবু নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না। তাই আমরা আজকে স্মারক লিপি দিয়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা যদি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে—এর জন্য কোনো অস্থির পরিস্থিতি ক্যাম্পাসে যদি সৃষ্টি হয়, সম্পূর্ণ দায়ভার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।”
প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামান জানান, “আমরা আজকের মধ্যে শিক্ষার্থীদের মাঝে আচরণবিধি প্রকাশ করে দিব। তারা দ্রুত মতামত জানালে আমাদের কাজটা করা সহজ হবে। তারপর সিন্ডিকেটের মাধ্যমে এটি এপ্রুভ করা হবে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন নীতিমালাসহ ওনারা ছাত্র সংসদ নির্বাচন কীভাবে করেছে তাদের কাছে উপকরণগুলো চেয়েছি। আমরা দ্রুত ব্রাকসু নির্বাচন করার চেষ্টা করব।”
কেকে/এজে