পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের সালথায় যুবলীগ নেতা মো. হাসান মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার সন্ধ্যায় উপজেলার ফুকরা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাসান মেম্বার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মৃত বাগান মুন্সীর ছেলে এবং সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “শনিবার ফুকরা বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগ নেতা মো. আবুল হাসানকে (হাসান মেম্বার) গ্রেফতার করা হয়। রোববার তাকে একটি মামলায় ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
কেকে/ আরআই