আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে নানা ধরনের আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করে সাধারণ জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।
তিনি বলেন, “যাদের পেছনে জনগণের সমর্থন নেই, তারাই এখন নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলছে।”
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। নির্বাচনের আগে আমাদের আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কেউ পূর্বে ভিন্নমত পোষণ করলেও তারা আমাদেরই অংশ, আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।”
এ সময় বিএনপি নেতা নাসির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশন, বিল্লাল হোসেন খন্দকারসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই