পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের সালথায় যুবলীগ নেতা ফজলু মাতুব্বরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার সোনাপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফজলু মাতুব্বর সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সাহিদ মাতুব্বরের ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘শুক্রবার রাতে সোনাপুর বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বরকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক আইনের মামলায় শনিবার (১৫ নভেম্বর) সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/বি