বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খেলাধুলা
চাঁদপুরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন টিএন্ডটি যুব সংঘ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলবে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মতলব দক্ষিণে ক্রীড়াসংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে নিউ হোস্টেল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

খেলায় টিএন্ডটি যুব সংঘ একাদশ ৪-০ গোলে আল মদিনা সুপার মার্কেট ফুটবল একাদশকে হারিয়ে প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়। এদিকে, খেলার ১৮ মিনিটে টিএন্ডটি যুব সংঘ একাদশের হয়ে প্রথম গোলটি করেন মমিনুল। দ্বিতীয়ার্ধের ৩৫ ও ৩৮ মিনিটে দুটি গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় ইব্রাহিম ও সোলেমান কান্তে। এ টুর্ণামেন্টটি ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল।

প্রধান অতিথি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, “ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মতলব দক্ষিণের নিউ হোস্টেল মাঠে এতো দর্শক দেখে আমি আবির্ভূত। আমি এখানে আসতে চাইনি, আমার মনটা ভালো ছিলো না। এখানে এসে আমি সকল দুঃখ ভুলে গেছি। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমি ব্যক্তিগতভাবে হলেও এ মাঠের সংস্কার করবো। এ টুর্নামেন্ট ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। টিএন্ডটি যুব সংঘকে ধন্যবাদ জানাচ্ছি।”

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা ওয়াল্ডার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন মেজুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মতলব পৌর বিএনপির সহসভাপতি মো. মনির হোসেন ফরাজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী, সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না প্রমুখ।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close