নোয়াখালী জিলা স্কুলে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করায় প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষককে অপমান ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি গ্রহণের দাবিতে নানা স্লোগান দেন। তারা বলেন, এই অপমানজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যাতে জেলার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক এমন পরিস্থিতির শিকার না হন, সে জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত ও বখাটে অভিভাবক।
পরবর্তীতে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন, যাতে তাদের দাবিগুলি উল্লেখ করা হয়।
কেকে/এএম