দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শর্টপিচ নাইট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ছাত্রদল নেতা ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এহেসানুল কবির অর্ণবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
এদিকে, নকআউট পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। সেখানে ইইই বিভাগের শিক্ষার্থীরা জয় লাভ করে।
শিক্ষার্থী ও দর্শকরা বলেন, “হাবিপ্রবি ছাত্রদল শাখার নেতা অর্ণব ভাই যে আয়োজন করেছেন তা অনেক ভালো উদ্যোগ। আমরা নবীন শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। খেলাকে কেন্দ্র করে অনেক লোকের সমাগম হয়েছে। যা একটি উৎসবের আমেজ দিচ্ছে। আমরা এমন আয়োজনের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। এতে করে আমাদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।”
আয়োজক হাবিপ্রবি ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক এহেসানুল কবির অর্ণব বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কাজ করে। নবীন শিক্ষার্থীরা অনেক দূর-দূরান্ত থেকে পরিবার, পরিজন রেখে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনার পাশাপাশি তাদের একটা বিনোদনমূলক পরিবেশ দরকার। একাডেমিক বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনি সহশিক্ষা কার্যক্রমেরও প্রয়োজন আছে।”
তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে আমাদের যেমন শারীরিক কসরত হয় তেমনি মনেরও সঠিক বিকাশ ঘটে। তাই তাদের জন্য একটি শর্টপিচ নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে সফল করেছে এবং ভবিষ্যতে এমন আয়োজন বাস্তবায়নের জন্য অনুপ্রেরণা যুগিয়েছে। যেকোনো প্রয়োজনে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। সামনে নির্বাচন, আশা করছি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিরঙ্কুশ ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ২৫ ব্যাচকে কেন্দ্র করে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল (১৪ নভেম্বর) রাতে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
কেকে/ আরআই