চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারি হাট বাজারে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের কাছে (ভূমি) অভিযোগ দেওয়া হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে পদুয়া বাজারের ইজারাদার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদুয়া বাজারে সরকারের নির্মিত প্ল্যাটফর্ম দখল করে কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন দোকান পরিচালনা করে আসছেন। এতে বাজারের চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং সাধারণ ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন। ফলে ইজারাদারও ঠিকভাবে রাজস্ব পাচ্ছেন না।
ইজারাদার মোহাম্মদ আলমগীর জানান, “পদুয়া তেওয়ারী হাট বাজারের অবৈধ স্থাপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, বাজারের সুনাম নষ্ট হচ্ছে। অবৈধ দখলদারদের কারণে ইজারা ঠিকভাবে পাচ্ছিনা। আমার আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “পদুয়া বাজারে অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বাজারে অবৈধভাবে যারা দখলে রয়েছে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোন অবস্থায় বাজারের সুনাম নষ্ট করা যাবেনা। পদুয়া বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে দখলে থাকা দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ আরআই