চট্টগ্রামের রাউজানে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৮ম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
প্রধান শিক্ষক হাবিবুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আইরিন দিলরুবার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, উপজেলা সমাজসেবা অফিসার মিন্টু কুমার বড়ুয়া, অভিভাবক সদস্য মো. নুরুল আবছার, সহকারী প্রধান শিক্ষক খবির উদ্দিন, সিনিয়র শিক্ষক দেবু প্রসাদ বড়ুয়া। এছাড়া শিক্ষক, শিক্ষিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মেলায় অংশ নেওয়া ২৫টি স্টলের শিক্ষার্থীরা আলাদাভাবে নিজেদের উদ্ভাবনী খন্ডচিত্র প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থাপন করেন।
কেকে/ আরআই