জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে না। একই দিনে নির্বাচন এবং গণভোট হলে গণভোট মূল্য হারাবে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
তিনি বলেন, “তাই জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোটের আয়োজন করতে হবে। তা না হলে জুলাই সনদের কার্যকারিতা ও বাস্তবায়ন অপ্রাসঙ্গিক হয়ে যাবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মধ্য বাড্ডার লুৎফন টাওয়ার সংলগ্ন সড়কে ফ্যসিবাদ প্রতিরোধ ও জনজীবন স্বাভাবিক রাখতে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মুফতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি আরমান হোসাইন, হাজী ইসমাইল, মুহাম্মদ নাজমুল হাসান ইদ্রিস আকন, শহিদুল ইসলাম প্রমুখ।
ফজলে বারী মাসউদ আরো বলেন, “আগে গণভোট না হলে নির্বাচনই হতে দেয়া হবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি করে কোনো নির্বাচন নয়।”
এছাড়াও ফ্যাসিবাদের যেকোনো ধরণের নৈরাজ্য প্রতিহত করতে রাজধানী উত্তরের গুরুত্বপূর্ণ স্থানে জনগণ ও নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচিতে উত্তরা বিএনএসে ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে প্রকৌশলী মুরাদ হোসেন, মিরপুর ১১-তে প্রকৌশলী গিয়াস উদ্দিন পরশ, গাবতলী মাজার রোডে আলহাজ আবু ইউসূফ, ইসিবি চত্বরে আলহাজ আমিনুল হক তালুকদার, ইব্রাহিমপুর পুলপাড়ে হানিফ ভূঁইয়া।
কেকে/এজে