বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
ফটিকছড়িতে পাহাড় কাটার দায়ে বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সরকারি পাহাড়ের টিলা কাটার ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর পর প্রশাসন নড়েচড়ে বসেছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সম্পন্ন করে মামলা দায়ের করেছে।

সোমবার (১০নভেম্বর) কর্তনকৃত স্থান পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে ভূজপুর থানায় স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাসহ পাঁচজনকে আসাসি করে মামলা করেন।

মামলার আসাসিরা হলেন ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী (৫০), সহ-দপ্তর সম্পাদক মামুনুর রশীদ প্রকাশ পোল্ট্রি মামুন (৩৬), মো. সিরাজুল ইসলাম (৫৫), মো. শাহাদাত হোসেন প্রকাশ ভাগিনা শাহাদাত (৩২) ও মিয়া সওদাগর (৫৫)। তারা সকলে দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।

এর আগে, গত ২৯ অক্টোবর দৈনিক খোলা কাগজে ‘ক্ষতবিক্ষত টিলার আর্তনাদ শোনে না প্রশাসন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর পরিবেশ অধিদপ্তর জড়িতদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

সংবাদে উল্লেখ করা হয়, উপজেলার দাঁতমারা ইউনিয়নের সোনারখীল মৌজার অধীনে ৪ নম্বর সিটের আওতায় বালুখালী চামাঘোনা মনাইয়ার দোকান এলাকায় দাঁতমারা ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মামুনর রশিদ মামুনের নেতৃত্বে এ টিলা কাটা চলছিল। গত এক সপ্তাহ ধরে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে সরকারি খাস অধিভুক্ত টিলা কর্তন ও পাচার চললেও প্রশাসনের নিষ্ক্রিয়তা জনমনে প্রশ্ন তোলে। গত ২৬ অক্টোবর রাতে টিলা কাটার সময় মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

পরিবেশ অধিদপ্তরের তদন্তে বেরিয়ে এসেছে রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের ছত্রছায়ায় টিলা ধ্বংসের চাঞ্চল্যকর তথ্য।

মো. আশরাফ উদ্দিন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত নির্বিচারে পাহাড়-টিলা কর্তন করে পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি করছেন বিবাদীরা। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর (সংশোধিত ২০১০) ধারা ৬ (খ) ও ১২ ধারা এবং ধারা ১৫’-এর উপধারা ১-এ বর্ণিত টেবিলের ক্রমিক ৫ ও ১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ চলবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   পাহাড় কাটা   বিএনপি নেতা   মামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close