দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে -২০২৫ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল একান্টিং ফর গুড গভর্ন্যান্স।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের সামনে র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ একাউন্টিং অ্যাসোসিয়েশন এবং হাবিপ্রবির একাউন্টিং বিভাগের এ আয়োজনে সভাপতিত্ব করেন একাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ।
প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর রাফিয়া আকতার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহানাজ পারভীন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান।
র্যালি শেষে বিজনেস স্টাডিজ অনুষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শেখ মোস্তাক আহমেদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদেরকে পেশাগত জীবনে নৈতিক থাকতে হবে।’
কেকে/ এমএ