বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব
বিএনপি নেতা আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:২০ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ২:৩৩ পিএম
ছবি : বিএনপি নেতা আবুল কালামও তার সহযোগী।

ছবি : বিএনপি নেতা আবুল কালামও তার সহযোগী।

চাঁদপুরের মতলব দক্ষিণে জায়গা দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদও তার সহযোগী বিএনপি নেতা এনামুল হক মির্জি ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে। 

গত ৫ আগস্টের পরে তারা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, এরা দলীয় পরিচয় ব্যবহার করে সরকারি খাসজমি, বাজারের জায়গা ও সাধারণ মানুষের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। তার নির্দেশে কিছু প্রভাবশালী অনুসারী নিয়মিত চাঁদা আদায় করছে। এ ছাড়া তাদের আশ্রয়ে এলাকার তরুণদের জড়ানো হচ্ছে মাদক ব্যবসায়।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাদের জমি ও দোকান দখল করে ওই নেতারা এখন সেখানে ব্যবসা করছেন। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি, হুমকি কিংবা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “প্রতিনিয়ত চাঁদা দাবি করে তাদের লোকজন। টাকা না দিলে দোকানে তালা মেরে দেয়। প্রতিবাদ করলে থানা পুলিশের ভয় দেখায়, মামলা দিয়ে জেলে ভরে দিবে।”

এলাকার সাধারণ মানুষ বলছেন, ওই নেতাদের প্রভাব এতটাই বেশি যে, কেউ তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার পর্যন্ত দিতে ভয় পায়। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সম্প্রতি ঐ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আবুল কালাম আজাদের ছবি সম্মিলিত পোস্টার লাগানো হয়েছে, সেখানে দেখা যায়, তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের (ওসি) নামে একজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, বন বিভাগের গাছ কেটে বিক্রি করা, ন্যায্যমূল্যের চাল গোপনে বাইরে বিক্রি, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় এবং বিচার-সালিশের নামে টাকা আত্মসাৎসহ একাধিক অনিয়মে তিনি জড়িত। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, ৫ আগস্টের পর থেকে হঠাৎ করেই আবুল কালাম আজাদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন দেখা যায়। তাদের অভিযোগ, তিনি নায়েরগাঁও বাজারে নিজের মালিকানায় একটি হাসপাতাল স্থাপন করেছেন। তবে তার প্রকৃত আয়ের উৎস সম্পর্কে কেউ কিছু জানেন না। এ কারণে স্থানীয়দের প্রশ্ন, তিনি কোন আলাদিনের চেরাগ পেলেন?

অভিযোগের বিষয়ে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কোনো চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত নই। আমি নিষ্ঠার সঙ্গে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া গেলেও তার দুই সহযোগী এনামুল হক মির্জি ও মাহমুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করে নাই।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি। আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তারপরও যদি প্রমাণ মিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের একাংশ জানিয়েছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এ ধরনের অপকর্ম বন্ধে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা রয়েছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close