বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খেত খামার
ভাসমান বেডে সবজি চাষে কৃষক জামালের বাজিমাত
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ইলুহার একটি ইউনিয়ন। ভাসমান সবজি চাষের কারণে বহুল আলোচিত। প্রত্যন্ত অঞ্চলের এ ইউনিয়নটির অধিকাংশ মানুষ কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। কৃষিপণ্যের পাশাপাশি ভাসমান সবজি চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা।

বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামের বাসিন্দা মো. জামাল কচুরিপানা ও জলজ উদ্ভিদ ব্যবহার করে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করেন। তিনি কচুরিপানা স্তরে স্তরে সাজিয়ে ভাসমান বেড তৈরি করেন এবং তাতে বিভিন্ন সবজির চারা উৎপাদন করেন, যেমন- লাউ, কুমড়া, করলা, বেগুন, শিম ইত্যাদি। বন্যার সময় যখন জমিতে চাষ করা সম্ভব হয় না, তখন এই ভাসমান বেডগুলো পানিতে ভেসে থাকে এবং চারার কোনো ক্ষতি হয় না।

নিম্নাঞ্চল হওয়াতে মলুহার গ্রামের বেশির ভাগ জায়গা ছয় মাসের মত পানির নিচে থাকে। কিন্তু, এই পানিতে জন্মায় অনেক শ্যাওলা আর কচুরিপানা।  আর এই শ্যাওলা ও কচুরিপানা দিয়ে কৃষকরা ধাপ বা ভাসমান বাগান পদ্ধতিতে চাষাবাদ করেন। ধাপ বা ভাসমান বাগান পদ্ধতি হল কচুরিপানাকে ধাপে ধাপে সাজিয়ে পানিতে ভাসমান একটা বেড তৈরি করে তার উপর বিভিন্ন রকমের বীজ বপন করে চারা উৎপাদন করা। 

একজন সফল কৃষক মো. জামাল প্রতি বছর এই পদ্ধতিতে নানা ধরনের শাক ও সবজির চারা উৎপাদন করে বাজারে বিক্রি করেন। কচুরিপানা দিয়ে ধাপ বানিয়ে সেখানে বীজ বপন বা চারা রোপন করে ১৫-২০ দিন নিয়মিত পরিচর্যা করে বাজারে বিক্রির উপযোগী করে তোলেন। অভিনব এই পদ্ধতিতে লাউ, কুমড়া, বেগুন, শিম, পেপে, করলা ও ঢেড়সসহ নানা ধরনের সবজি চারা উৎপাদন করেন। এ পদ্ধতিতে চাষ করার সুবিধা হল বন্যার সময় জমির চারা নষ্ট হয়ে গেলেও ধাপ পানিতে ভেসে থাকে এবং চারারও কোন রকমের ক্ষতি হয় না এবং চাষাবাদের জন্য জামাল নিয়মিত আবহাওয়ার খবর রাখেন। 

প্রচন্ড রোদের সময় ধাপের চারায় নিয়মিত পানি দেন এবং অতিরিক্ত বৃষ্টি থেকে চারাগুলোকে রক্ষা করার জন্য ধুন্দলী বন নামের এক ধরনের জলজ লতা ব্যবহার ব্যবহার করেন। এতে বৃষ্টির পানি জমে থাকে না এবং চারারও কোন ক্ষতি হয় না। 

দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতা-ব্যবসায়ী এই সবুজ ও টাটকা সবজি কিনতে আসেন। উপজেলার পাশাপাশি চাঁদপুর-ঢাকা বরিশাল ঝালকাঠি, উজিরপুর বিভিন্ন স্থান থেকে এই সবজি কেনার জন্য ব্যবসায়ীরা আসেন। এখানে লাউশাক করলস্না, সিম, ঢেড়স, পেঁপে বরবটি, কাঁচামরিচ, টমেটো ধনেপাতা ইত্যাদি চাষ করা হয়। ভাসমান সবজি চাষ করার জন্য সিজনে কচুরিপানা ধরে রেখে মেদা বানাতে হয়। এ ছাড়া খরকুটো, পাটকাঠি, বাঁশের কঞ্চি ও জৈব সার দ্বারা সবজি চাষ করা হয়। সবজি বিলে ও খালে, পুকুরেও মেদা বেঁধে চাষ করা হয়। চাষিদের দেখে শিক্ষিত বেকার যুবকদের পাশাপাশি চাকরিজীবীরাও অবসর সময় ভাসমান সবজি চাষে সম্পৃক্ত হয়েছে।

মো. জামাল পারভেজ বলেন, ‘ভাসমান পদ্ধতিতে চাষ করার ফলে জমিটা সারা বছর ধরেই চাষ করতে পারি। ভাসমান সবজি চাষ করে বছরে কয়েক লাখ টাকা লাভ হয়। আমার প্রধান জীবিকা নির্বাহের কাজই হলো কৃষি।’

তিনি আরও বলেন, ‘আমার পূর্ব পুরষেরা প্রায় ৫০ বছর আগে থেকে এই ভাসমান বেডে সবজি চাষ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমার দাদা, আমার বাবা আবু হানিফ ও পরবর্তী আমি সফলতার সাথে এই চাষাবাদের সাথে নিজেকে সম্পৃক্ত করে স্বাবলম্বী হওয়াসহ এ আয় থেকে পরিবার-পরিজন নিয়ে আমাদের ভালোভাবেই চলে যাচ্ছে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ভাসমান বেড   সবজি চাষ   বানারীপাড়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close