নীলফামারীতে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দেড় শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভায় তারা এই শপথ নেন।
সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাবেক সভাপতি তাহমিনুল হক ববী, সহ-সভাপতি শামীমা হক, ভুবন চন্দ্র রায়, সদস্য মিজানুর রহমান লিটু, শিরিন বানু, ফওজিয়া ইয়াসমিন জলি, টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা ও এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান।
বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতের সেবাদানে অনিয়ম ও ঘাটতিগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত অধিপরামর্শ সভা ও পর্যবেক্ষণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব। প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে তথ্য নিয়মিত হালনাগাদ এবং প্রকাশ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত করা, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে সময়মতো সেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরামর্শ বক্স স্থাপন এবং ভূমি অফিসে হয়রানি প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন এ সময়।
সভায় সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স (এসিজি) গ্রুপের দেড় শতাধিক সদস্য অংশ নেন। ২৭ জন অংশগ্রহণকারী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রমের সফলতা, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় তুলে ধরেন।
শেষে সনাক সভাপতি মো. আকতারুল আলম উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
কেকে/ আরআই