বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বার) বিকেল ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগনের ভোটে আমরা যদি ক্ষমতায যেতে পারি তাহলে এখন যেটা করতে পারছি, এর চেয়ে বেশি সেবা করতে পারবো আমরা।
গট্টি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল মতিন বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা কামরুল হাসান প্রমুখ।
কেকে/ আরআই