বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
সমাজের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি : স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। গাজীপুরে আমাদের কিছু সমস্যা রয়েছে। এখানে আজকে আমাদের আইন-শৃঙ্খলা সভা ছিল। আপনারা জানেন আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি এবং মাদক বড় ধরনের সমস্যা। আমরা সমাজ থেকে কিভাবে এগুলো দূর করতে পারি? মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। এজন্য সকলকে সচেতন হতে হবে। একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিকার হলে সুবিধা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গাজীপুরের ডিসি একটা কথা বলেন ‘হ্যাপেনিং সিটি’। এখানে অনেক ঘটনা ঘটে যায় কিন্তু সব ঘটনা কিন্তু সত্যি না। এখানে কিছু ঘটনা আছে সত্যি কিছু ঘটনা আছে অসত্য। যেগুলো সত্য ঘটনা সেগুলো আপনারা প্রকাশ করুন। আমাদের কোন আপত্তি নেই। যেগুলো অসত্য ঘটনা সেগুলোকেও আপনারা বলবেন এসব অসত্য ঘটনা। যদি এভাবে কাজ করেন তাহলে সমাজের জন্য ভালো। এলাকার জন্য ভালো।

তিনি আরও বলেন, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে বহু লোক কর্মস্থাল এবং কর্মসংস্থানের জন্য আসা-যাওয়া করে। তারা বহুদূর থেকে এসে এলাকায় বসবাস করে। দূরের মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকলে ভালো। এর মাঝে আবার অনেক সমস্যা হয়ে যায়। এখানে চাঁদাবাজ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রিয়েডিবল এবং উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোন ধরনের হুমকি নেই। গাজীপুরে পুলিশের সংখ্যা কম। ইতিমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে। তাছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও পুলিশ দেওয়া হবে।

তিনি আরও যোগ করেন, কোন দল নিয়ে আমাদের কোন নির্দেশনা নাই। নির্বাচনে কতগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, ওই সময়ে কেউ কোন কিছু চেষ্টা করলেও করতে পারবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের একটা বিরাট কাজ আইনশৃঙ্খলা রক্ষা করার বিষয়ে। তাছাড়া ইলেকশন কমিশনের বড় ধরনের কাজ রয়েছে। যারা প্রশাসনে রয়েছে তাদের একটা বড় ধরনের কাজে রয়েছে। এজন্য সবাই একসাথে কাজ করলে কোন সমস্যা হবে না।

তিনি বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর আবারও কেউ যদি কোন ধরনের অপরাধ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে জামিন দেওয়ার বিষয়ে আমার হাতে নেই। আদলত যাকে মনে করে তাকে জামিন দিতে পারে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব ছড়ায়। আপনাদের সাংবাদিকদের অনেক ধন্যবাদ কারণ আপনারা সত্য প্রকাশ করার পর দেশে অনেক গুজব কমে গেছে। আপনারা সব সময় সত্য ঘটনা প্রকাশ করবেন। এবং পার্শ্ববর্তী দেশ যদি মিথ্যা বলে তাহলে আপনারা সত্য প্রকাশ করে দিবেন। এই কাজটা আপনারা করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক মিথ্যা ঘটনা ঘটায়। আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় আছেন তারা সত্য ঘটনা প্রকাশ করে দিবেন। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো রকম কার্যক্রম চালাতে না পারে সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মোহাম্মদ এমদাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা   গাজীপুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close