আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, `কোনোভাবে আওয়ামী লীগের শাসনামলের সাথে বিএনপির শাসনামলের তুলনা করা যাবে না। কেননা অতীতে বিএনপি কখনো আওয়ামী লীগের ধারায় দেশ শাসন করেনি। আগামীতেও বিএনপি কখনও আওয়ামী লীগ হবে না।’
সোমবার (৩ নভেম্বর) দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।
সভায় নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘এই মুহুর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাসক্তি। জীবন বিনাশী এই প্রবণতা থেকে মুক্ত করতে হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।’
তিনি পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর যে কোন সমস্যা সংকটে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
কেকে/এমএ