ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর দুই ভাই ও এক নারীসহ তিনজনকে ধারালো দা, রামদা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত দুই ভাই বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আহত ফারুক মিয়ার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (টান মলামারি) গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—স্বপন মিয়া, ছোট ভাই ফারুক মিয়া এবং ফারুকের স্ত্রী সুমী আক্তার।
অভিযোগে যাদের আসামি করা হয়েছে তারা হলেন—রাশিদ, দেলোয়ার হোসেন ও তাসলিমা আক্তার। আহত ও অভিযুক্ত উভয়পক্ষ একই গ্রামের বাসিন্দা।
আহত ফারুকের স্ত্রী সুমী আক্তার বলেন, প্রতিপক্ষরা জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার স্বামী ও ভাসুরকে দীর্ঘদিন ধরে
প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই সূত্র ধরে গত মঙ্গলবার সকালে ধারালো দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে দলবলে আমাদের বসতঘরের আঙিনায় এসে আমার স্বামী এবং ভাসুরকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর জখম করে। তাদের বাঁচাতে এগিয়ে গেলে আমার ওপরেও আক্রমণ চালায় তারা। আমার স্বামী-ভাসুর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে। এমন ন্যাক্কারজন ঘটনার বিচার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে প্রতিপক্ষ রাশিদের পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কেকে/ আরআই