বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
উৎসবমুখর পরিবেশে গঙ্গাচড়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছোট-বড় শিক্ষার্থীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে কেন্দ্রগুলো। সকাল ১০টার আগেই শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রের  প্রাঙ্গণগুলো যেন এক মিলনমেলায় পরিণত হয়। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র, চোখেমুখে প্রত্যাশা ও উত্তেজনা। পুরো এলাকা জুড়ে ছিল এক ভিন্ন রকম আবহ।

সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৯৩১ জন এবং বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৮২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার আগে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রচারণা চালান। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করেন এবং পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মো. রায়হান সিরাজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির অধ্যাপক তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম ও জামায়াত নেতা মনিছুর রহমান।

জামায়াতের এমপি প্রার্থী মো. রায়হান সিরাজী বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকুক। শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও সৃজনশীলতা আরও বৃদ্ধি পাক।’

অভিভাবক মুজিবুল হক বলেন,‌ ‘মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বাড়ায়। ভবিষ্যতেও যেন এ ধারা অব্যাহত থাকে।’

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইশরাক মাহি বলেন, ‘পরীক্ষায় অংশ নিতে খুব ভালো লাগছে। প্রতিবছর এমন আয়োজন হলে আরও উৎসাহ পাব।’

রংপুর জেলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হানিফ রহমান স্বাধীন জানায়, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করি। আগের বছরগুলোতে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও এ বছর থেকে বৃহৎ পরিসরে শুরু হয়েছে।’

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close