মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সোনারং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রেন্ডস ডটকম বনাম সোনারং সিনিয়র একােশের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সোনারং সিনিয়র একাদশ। নির্ধারিত ১৪ ওভারে ১৩০/৮ রান সংগ্রহ করে। জবাবে ১৪ ওভারে ১১৫/৩ রান করতে সক্ষম হয় ফ্রেন্ডস ডটকম। ফলে সোনারং সিনিয়র একাদশ ১৫ রানে জয়ী হয়।
বিজয়ী দলের অধিনায়ক মো. রাসেল শেখ বলেন, ‘আজকে আমরা এখানে ক্রিকেট খেলে অনেক আনন্দ উপভোগ করলাম। আসলে খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এখনতো সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। এতো ব্যস্ততার মধ্যেও আজকে সবাইকে নিয়ে খেলাধুলা করলাম, মজা করলাম। সবাই অংশগ্রহন করেছে তাই সকলকে ধন্যবাদ।’
পরাজিত দলের অধিনায়ক সাব্বির শেখ বলেন, ‘আমরা আমাদের ঐতিহ্যবাহী গ্রামের মাঠে ছোট বেলা থেকেই একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। এখন কর্ম ব্যস্ততার কারনে আগের মত খেলাধুলা করতে পারিনা। তাই আমরা আমাদের বন্ধুদের নিয়ে আমাদের সিনিয়র ভাইদের সাথে একটি ক্রিকেট ম্যাচ খেললাম। এতে অনেক ভালো লেগেছে। সিনিয়রদের সাথে অনেকদিন পর ক্রিকেট খেললাম। সব মিলিয়ে এটি একটি আনন্দঘন মুহুর্ত ছিল।’
খেলা শেষে সবাই হাতে হাত মিলিয়ে সকলে সকলের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন।
কেকে/বি