বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে যে সংকট সৃষ্টি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে।’
শুক্রবার (৩১ অক্টোরব) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ফখরুল ইসলাম আরও বলেন, ‘সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ৯ মাস আলোচনা করেছে ঐকমত্য কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। এজন্য আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। বৃষ্টি উপক্ষো করে ছাতা মাথায় জুলাই সনদে সাক্ষর করলাম। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দেয়া হলো, সেখানে অনেক পার্থক্য ছিল। আমরা যে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি।’
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম, সেই বিশ্বাসভঙ্গ করেছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, যেটা তাদের কাছ থেকে আশা করিনি।’
কেকে/এমএ