প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ পিএম

ছবি : খোলা কাগজ
ফুটেছে আনন্দ ফুল দৃষ্টিতে তোমার
কদম্ব-ঘ্রাণে ঝরেছ নকুল দানায়
যেন ভাষার ভেতর থাকা নিদ্রিত সুর
সমূহ সমাহার নিয়ে জেগে উঠেছে
যেন কথার গভীর থেকে উঠে এসে
ধীরে ধীরে, খুব ধীরে
অশ্বত্থেরে বলিতেছে, আয় প্রেমে পড়ি।
ঝিরঝির বাতাসে ঝিলমিল জলে
বিম্বিত এই প্রেম প্রাচীন পয়ার যেন;
যেন এক অতুল জনপদ জাগিতেছে
সমস্ত বিভেদ ভুলে আমাদের কাছে...
এই সব মধুর কথা, স্বপ্ন আবাহন-
প্রতীকী ধ্বনির কাছে ঝরিতেছ তুমি
ঝরিতেছ অশ্রু অবিরল ...
কেকে/এমএ