তোমার নাম শুনলে এখন আর হৃদয় কাঁপে না,
কাঁদে না চোখ শুধু একটা শূন্যতা পাড়ি দেয় বুকে।
এই দীর্ঘপথ হেঁটেছি তোমারই ছায়া ধরে
প্রতিটি পদক্ষেপে জেনেছি,
ঘৃণা করতে গেলেও
প্রতিটা স্মৃতি আগে ভালোবাসতে হয়।
তবু কী আশ্চর্য!
ভালোবাসার চরমে দাঁড়িয়ে ঘৃণা করতে শিখেছি।
যে চোখে খুঁজতাম আকাশ, সেখানে এখন শূন্যতা।
যে নামটি ছিল প্রার্থনার মতো,
এখন তা উচ্চারণ করি বিষময় অভিশাপে।
তবুও, এই ঘৃণার গভীরে লুকিয়ে আছে
ভালোবাসার অব্যক্ত কিছু দীর্ঘশ্বাস।
আজ তোমাকে ঘৃণা করছি-
ভালোবাসার পিঠে চেপে বসা অভিমান হয়ে।
তোমার অবহেলা, তোমার নিরব প্রতারণা-
সব সয়ে নিতে নিতে একদিন বুঝলাম,
আমি মরেছি প্রতিটি প্রত্যাখ্যানে,
ভালোবাসা কেবল গ্রহণ নয়, একধরনের আত্মহত্যা।
তাই আজ যখন তোমায় ঘৃণা করি,
জানি সেখানে এখনো কিছু প্রেম লুকানো,
কারণ ঘৃণা করার জন্য
দীর্ঘকাল ভালোবাসতে হয়েছিলো।
কেকে/ এমএ