এবং শরৎ চলে যায়; পুরোনো বার্ধক্যে ভরে নতুন বিকাল
জীবনের যত স্ট্যাটাস এবং নোটিফিকেশন
সব মাড়িয়ে এসে আজ মেঘ-হালকা মন
ডেকে গেছে পেঁজা তুলো সাদা মেঘ, আকাশের নীল
ডেকে গেছে ছবির মতো নদী তীর, মুনলিট নাইট
তুলতুলে স্নো-হোয়াইট কাশফুলের কাব্যিক ব্যাকরণ
সোশ্যাল মিডিয়ার ওয়ালে ঢুকে যাওয়া জীবনে
তরতর করে দীর্ঘতর হয় শ্যাডো আশা-হতাশার
ভাদ্র আশ্বিন গেছে- সাদা রঙের ফুলে ফুলে
তবু রং হয়নি বেটার; পড়েছে পাতায় ফ্যাকাশে প্রলেপ
ঘাসফুলের মতো সকালে ফুটে হারায় সন্ধ্যায়
এমনও কত পাখি, ফড়িং, প্রজাপতি আছে
ফেরে না পৃথিবীতে আর মর্মরিত জীবনের সাধ
হারানো প্রিয়তমার না-হারানো এভারগ্রিন মুখ
শিশিরের মতো নিঃশব্দে ঝরে পড়া শিউলি
অনুভবে হেমন্ত আসে, আসে শীত অ্যান্ড বিয়ন্ড
থেমে যায় দুকূল ছাপানো জলের উতলা ঢেউ
ঘোলাটে ভাব; শান্ত হয়ে আসে নদী; তখনও
পানি আর নীল নিঃস্তব্ধ আকাশের আয়নাবাজি
স্টেথোস্কোপ দিয়ে হার্ট টেস্ট করলে দেখবেন
ইলুশনে মগ্ন, দুনিয়া থেকে লগআউট করতে চায় না কেউ!
কেকে/এমএ