চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম-বার্মাছড়ি মুখ এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র সংগঠন সড়ক অবরোধ করে নিরাপত্তা বাহিনীর টহলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন দ্রুত পদক্ষেপ নিয়ে অবরোধ অপসারণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ইউপিডিএফ (মূল) সংগঠনটি বার্মাছড়ি মুখ এলাকায় একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জানা যায়, খিরাম-বার্মাছড়ি মুখে সড়কের ১০-১২ স্থানে গাছ ও বাঁশ ফেলে রাস্তা অবরোধ এবং গর্ত খুঁড়ে সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
পরে, স্থানীয়দের সহায়তায় সেনা সদস্যরা দ্রুত গাছের গুড়ি ও বাঁশ অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন। প্রায় এক ঘণ্টার মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী হয়।
বর্তমানে বার্মাছড়ি মুখ ও আশপাশের এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।
কেকে/ এমএ