নরসিংদীর রায়পুরা উপজেলায় আলোচনা সভায় বক্তব্যের মাঝে আযান শুরু হলে থামতে বলায় চটলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার মরজাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, রায়পুরার মরজাল ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেওয়ার সময় মাগরিবের আযান শুরু হয়। এ সময় পাশে থাকে নেতাকর্মীরা আযান হচ্ছে বলে থাকে তাকে বক্তব্য থামাতে বলেন।
এতে হাবিবুর রহমান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আযান দেক না, তো কি হয়ছে।’
এ সময় তার পাশে থাকা নেতাকর্মীরা তাকে সংযত করার চেষ্টা করেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়েছে, হাবিবুর রহমান হাবিব বক্তব্য থামাতে বলায় নেতাকর্মীদের ওপর বেশ ক্ষুব্ধ হয়েছেন।
নেটিজেনরা বলছেন, ‘আযান নিয়ে এমন বিরূপ মন্তব্য নিতান্তই ধর্মীয় অনুভূতিতে আঘাত। আযানকে তুচ্ছতাচ্ছিল্য করে এরকম কথা তিনি বলতে পারেন না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন আচরণের কারণে অনেকে দল থেকে তার বহিষ্কারও চাচ্ছেন।
তবে, আযান ও নামাজের বিরতির পরে পুনরায় আলোচনা শুরু হলে হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, ‘আমার একটা লাইন এক্সপান্স করে (কেটে) দেবেন। দুঃখিত, আমরাও মুসলিম পরিবারের সন্তান।’
মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল। এছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী ভূইয়া, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীরসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ