চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদস্থ খৈয়ারকূল এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু কন্যার নাম সাইদা জান্নাত হুরি (১৯ মাস)। সে এলাকার মো. রুবেলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
নিহত শিশুর চাচা নাছির উদ্দীন বলেন, ‘প্রতিদিনের মতো সাইদা বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির স্বজনেরা খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা পুকুরে ভারমান অবস্থায় সাইদার মরদেহ দেখতে পান। তারা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদুল আমিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও পর্যন্ত কেউ থানায় জানাননি।’
কেকে/এমএ